বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নিতে বঙ্গভবন পৌঁছেছেন ৫৮ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের বিশেষ আমন্ত্রণে হজগামী ৫৮ বিশিষ্ট ওলামা মাশায়েখ নৈশভোজে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম থেকে রওয়ানা হয়ে বর্তমানে তারা বঙ্গভবনে অবস্থান করছেন। হজে যাওয়ার আগে ওলামা মাশায়েখদের বিশেষ এ দল বঙ্গভবনে দেশবাসী ও সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবেন।

ওলামা মাশায়েখ টিমের সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এর আগে বাদ আছর বায়তুল মুকাররমে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে আলেমদের এ পরামর্শক দল মতবিনিময় সভা করেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, হজযাত্রীদের ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে ৫৮ ওলামা মাশায়েখকে সৌদি পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে আলাদাভাবে ওলামা মাশায়েখদের এ বছরই প্রথম হজে পাঠানো হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের ৫৮ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিমে দেশের বিভিন্ন বড় মাদরাসার প্রিন্সিপাল, মসজিদের খতিব, কওমি মাদরাসা ভিত্তিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়ার একাধিক সদস্য ও তাদের ছেলেরা অন্তর্ভুক্ত হয়েছেন।

জানা যায়, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট পাওয়া সাপেক্ষে ওলামা মাশায়েখদের এ বিশেষ দল সৌদি আরব যাবেন এবং ২৩ আগস্ট  দেশে ফিরে আসবেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ