আওয়ার ইসলাম: ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে, সারা দেশে রক্ত পরীক্ষার সরঞ্জামের কোনো অভাব নেই। এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বববিদ্যালয়ে ডেঙ্গু সেল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫০ লাখ ডেঙ্গু পরীক্ষার সরঞ্জাম আমদানির অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। শিগগগিরই এসব সরঞ্জাম দেশে আমদানির কাজ শুরু হবে। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু সেল।
সেখানে বিনামূল্যে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। সেলগুলোর সেবা নিশ্চিতে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর ৫টি সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে, ঢাকা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঢাকা মেডিকেলেই মারা গেলো ১২ জন।
-এটি