বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আইএসকে ইউরোপে ছেড়ে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া ও ইরাকে আটক ইউরোপের আইএস সদস্যদের তারা যদি ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তিনি তাদের মুক্তি দিয়ে দেবেন; যাতে এসব সন্ত্রাসীরা নিজেদের দেশে প্রবেশ করে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এ মুহূর্তে ইউরোপের আড়াই হাজার আইএস সন্ত্রাসী রয়েছে এবং ওয়াশিংটন চায় ইউরোপ তাদেরকে ফিরিয়ে নিয়ে যাক। আটককৃতদের মধ্যে ফ্রান্স ও জার্মানির নাগরিকও রয়েছে বলে জানান ট্রাম্প।

ধারণা করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ-এর হাতে প্রায় ১৩ হাজার সন্দেহভাজন আইএস সদস্য আটক রয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার। বাকি ১১ হাজার নারী ও শিশু।

সম্প্রতি ইউরোপীয় কমিশন এক ঘোষণায় জানিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আইএসে যোগ দেয়া আড়াই হাজার জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ইরাক ও সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ