আওয়ার ইসলাম: দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলে আসা কাশ্মীর সমস্যার সমাধান করতে আমেরিকা তৈরি আছে বলে মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চেয়ে ইমরানকে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। পাকিস্তান স্বাগত জানালেও সেই প্রস্তাবে রাজি হয়নি ভারত।
এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মধ্যস্থতায় রাজি হবেন কি না, এটা একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপার। আমি মনে করি, তারা দুজনেই দুর্দান্ত মানুষ...খান আর মোদীর কথা বলছি। তারা ভালোভাবেই কাজটা সামলাচ্ছেন। কিন্তু যদি তারা কারও হস্তক্ষেপ চান...সে ব্যাপারেই পাকিস্তানকে বলেছি। ভারতেও এ ব্যাপারে পরিষ্কারভাবে একই কথা বলেছি।'
তিনি কীভাবে কাশ্মীর সমস্যার সমাধান করতে চান, জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, 'তারা যদি আমার হস্তক্ষেপ চান, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব।'
গত সপ্তাহে ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, কাশ্মীর ইস্যুতে তার মধ্যস্থতা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি খারিজ করে দিলেও এই নিয়ে সরকারকে চেপে ধরেন সরাকার বিরোধী পক্ষরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন তারা।
আরএম/