আওয়ার ইসলাম: বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গতকাল হংকংয়ে পুলিশের সদর দপ্তর ঘেরাও করে ফেলেন বিক্ষোভকারীরা।
এ বিল বাতিলের পক্ষে অবস্থান নিয়ে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। পুলিশ শান্তিপূর্ণভাবে সদর দপ্তরের আশপাশ থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কারণ বিক্ষোভকারীদের এমন অবস্থানের কারণে জরুরি সেবা ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।
এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক বিক্ষোভকারী সার্জিক্যাল মাস্ক পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের প্রতিহত করতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিলের বিপক্ষে সমালোচকরা বলছেন, এটি পাস হলে চীনের ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা প্রকাশ পাবে। এমনকি শহরের বিচারিক স্বাধীনতাও আর থাকবে না।
বিলের পক্ষে যারা সমর্থন জানিয়েছেন তারা বলছেন, এ আইনটি রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা রাখা হয়েছে। চীনের মূল ভূখ- থেকে ধর্মীয় বা রাজনৈতিকভাবে নিপীড়নের মুখোমুখি হওয়া যে কাউকে রক্ষার জন্য এই আইনে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে বিক্ষোভের জেরে বিলটি স্থগিত করা হয়েছে। কিন্তু প্রতিবাদীদের দাবি, ওই বিলটি অনতিবিলম্বে বাতিল করা চাই।
প্রত্যর্পণ বিলটির মাধ্যমে হংকংয়ের সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য ‘মূলভূমি’ চীনে পাঠানোর অনুমোদন দেয়া হবে। ওই অঞ্চলে নতুন এ বিলের মাধ্যমে চীন হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-এএ