আওয়ার ইসলাম: ইরান পরিস্থিতি নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। খবর আল আরাবিয়া-এর।
হোয়াইট হাউসের বরাত দিয়ে খবরে বলা হয়, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্য ও দুনিয়াজুড়ে তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিতকল্পে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ট্রাম্প ও সৌদি যুবরাজের এমন সময় ফোনালাপ হল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে।
আকাশসীমা লংঘন করার অভিযোগে গত বৃহস্পতিবার মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান। এর জবাবে ট্রাম্প ইরানে সামরিক হামলার অনুমতি দেন তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
এদিকে গতকাল মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর ইরানের রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।
জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা। কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।
সূত্র: আল আরাবিয়া ডটনেট।
আরএম/