আওয়ার ইসলাম: সুদের টাকা না পাওয়ায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজালে গিয়াস উদ্দিন নামে এক জেলের বসতবাড়ি আগুন দিয়ে আওয়ামী লীগের এক নেতা পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকল শুক্রবার রাতের এ ঘটনায় ওই জেলের আত্মীয় লিটন হোসেন বাদল বাদী হয়ে চররমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও তার ছেলে রিয়াজ হোসেনসহ ছয়জনকে আসামি করে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বছর খানেক আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের কাছ থেকে সুদের ওপর ১০ হাজার টাকা নেন জেলে গিয়াস উদ্দিনের স্ত্রী শাহীনুর বেগম।
ইতিমধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন তারা। এরপর থেকে বাকী সুদের ১৪ হাজার টাকা দেয়ার জন্য গিয়াস উদ্দিন চাপ সৃষ্টি করে আসছিল।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের সাথে বারবার যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া না গেলেও তার ছেলে রিয়াজ হোসেন বলেন, ‘শাহীনুর আক্তারের কাছে আমার বাবা কিছু টাকা পাবে। তবে এ ঘটনার সাথে আমরা কেউ জড়িত নই। তারা নিজেরাই দোকান থেকে কেরোসিন কিনে এনে তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।’
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিনসহ ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
-এটি