আওয়ার ইসলাম: প্রশিক্ষণ বিমান ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।
আজ শনিবার (২২ জুন) কর্তৃপক্ষের বরাতে করা প্রতিবেদনে মামলার বিষয়টি নিশ্চিত করেছে ‘এনডিটিভি’।
সিবিআইএর দায়েরকৃত মামলায় ভারতীয় বিমান বাহিনীর বেশকিছু কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বনামধন্য অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারিসহ সুইজারল্যান্ডভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান পিলাটাস এয়ারক্রাফট লিমিটেডের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মামলার নথিতে সিবিআইয়ের অভিযোগ, ২০০৯ সালে ভারতীয় বিমান বাহিনীর জন্য ৭৫টি বেসিক প্রশিক্ষণ বিমান ক্রয়ের সময় তারা এই অনিয়মটি করেছে। তখন তারা সেই বিমানগুলো ক্রয়ের জন্য অতিরিক্ত ৩৩৯ কোটি খরচ করেছে।
সিবিআইয়ের মামলায় দেশটির অফসেট ইন্ডিয়া সল্যুশন প্রাইভেট লিমিটেডের মালিক ও অস্ত্র বিক্রেতা সঞ্জয় ভান্ডারির নামও উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।
যে কারণে গত শুক্রবার (২১ জুন) দিল্লি ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযুক্ত ভাণ্ডারি এবং তার পরিবারের মালিকানাধীন সম্পত্তিতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।
-এটি