সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারলেন না সাজিদ জাভিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের শেষ ধাপ থেকে বাদ পড়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

গত বৃহস্পতিবার (২০ জুন) দ্বিতীয় ধাপের এ নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শক্তিশালী প্রার্থী বরিস জনসন।

এ দিন আইন প্রণেতাদের দেয়া গোপন ভোটের মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাইকেল গোভ। এবার এ দুজনের মধ্য থেকে যেকোনো একজনকে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য। আর নির্বাচিত সেই নেতাই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের জন্য চলমান ব্রেক্সিট ইস্যুতে কোনো ধরণের সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গত মাসে পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

গত ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে থেরেসা মে'র সরে দাঁড়ানোর পর শুরু হয় নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া। যার অংশ হিসেবে গত ১৩ জুন হাউস অব কমন্সে অনুষ্ঠিত গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ১১৪ ভোট পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এ দফায় টিকে থাকা সাত প্রার্থীর মধ্যে ১৮, ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোটাভুটি।

এবারের ভোটাভুটি শেষে বরিস জনসন ১৫৭ ভোট পেয়ে পরিষ্কারভাবে দ্বিতীয় দফাতেও এগিয়ে গেছেন বরিস। যেখানে ৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মাইকেল গোভ। আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ৫৯ ভোট নিয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে।

পার্লামেন্ট সূত্র জানায়, এবারের দ্বিতীয় দফার ভোট শেষে টিকে থাকা দুই প্রার্থী বরিস জনসন ও মাইকেল গোভের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে আগামী রবিবার (২২ জুন) থেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন কনজারভেটিভ দলের প্রায় এক লাখ ৬০ হাজারেরও বেশি সদস্য। পোস্টাল ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত সেই ভোটের ফলাফল আগামী ২২ জুলাই ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ