আওয়ার ইসলাম: একটি ইরাকি সামরিক ঘাঁটিতে লকহিড মার্টিন কোরপ ও শ্যালিপোর্ট গ্লোবালের হয়ে কাজ করা কয়েকশ কর্মীকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। এসব কর্মী সেখানে ঠিকাদার হিসেবে কর্মরত রয়েছেন।
গত শুক্রবার তিন ইরাকি সামরিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে। বালাদ সামরিক ঘাঁটি ছাড়তে ওই দুই প্রতিষ্ঠানের অন্তত চারশ ঠিকাদার প্রস্তুতি নিয়ে আছেন।
বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের এই ঘাঁটিতে তারা মার্কিন বাহিনীর হয়ে কাজ করছেন। সম্ভাব্য হুমকির জেরে যেকোনো সময় তাদের সরে পড়তে হতে পারে। তবে নিরাপত্তা হুমকি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইরাকি সূত্র।
বালাদ সামরিক ঘাঁটিতে গত সপ্তাহে তিনটি মর্টারের গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ওই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ইরাকি কর্মকর্তাদের মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওই দুই কোম্পানির হয়ে কাজ করা ৮০০ কর্মীর অর্ধেককে সরিয়ে নেয়ার কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে এই কর্মী অপসারণের কাজ শুরু হতে পারে।
দুটি সামরিক সূত্র জানায়, দুই স্তরে এই কর্মী অপসারণের কাজ শুরু হবে। সামরিক বিমানের মাধ্যমে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে।
-এটি