সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘সরকারি কর্মকর্তারা সঠিক সেবা না দিলে আইনগত ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (প্রতিরোধ) মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলেছেন, সরকারি কর্মকর্তারা জনগনের সেবক হিসাবে কাজ করে যাচ্ছে, জনগনের সঠিক সেবা না দিলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুদক আপনাদের প্রতিষ্ঠান, ঘুষ নেয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে, তাই দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

বৃহস্পতিবার (২০ জুন) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আলমগীর কবীরের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা।

এ সময় বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মুহাম্মদ মোরশেদ আলম, দুদক সমন্নিত বগুড়া জেলা উপ-পরিচালক মুহা. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু , পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, দুদক বগুড়া সহকারী পরিচালক মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সুদীপ চৌধুরী, মাহবুবর রহমান, শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক ওহিদুল আনোয়ার রুবেল প্রমুখ।

গণশুনানি অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ৪০ জন ব্যক্তি বিভিন্ন অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের আলোকে দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ