সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইরানে হামলার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের গুপ্তচর ড্রোন ইরান ভূপাতিত করার পর দেশটিতে হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্প এ হামলার অনুমোদন দিলেও পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। খবর বিবিসির

হোয়াইট হাউজের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কয়েকটি টার্গেটের উপর এই হামলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইরানে হামলার জন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু পরে ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এক কর্মকর্তা বলেন, বিমান এবং যুদ্ধজাহাজ হামলার জন্য প্রয়োজনীয় অবস্থান গ্রহণও করেছিল। কিন্তু কোনও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় নি এবং সে সময়ে হামলা বন্ধের নির্দেশ পাওয়া যায়।

তিনি জানান, স্থানীয় সময় রাত প্রায় দু’টোয় মার্কিন বাহিনীকে ঘুম থেকে তোলা হয়। দৈনিকটি আরও জানায়, ‘এক ঘণ্টার’ মধ্যে হামলা হবে বলে তাদের বলা হলেও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটে নি। মার্কিন পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী, সকাল সাড়ে ৬টা এমনকি ৭টা পর্যন্ত হামলার পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল।

তেহরান বলছে, বৃহস্পতিবার সকালে তাদের আকাশসীমায় একটি মার্কিন এয়ারক্রাফট প্রবেশ করে, যেটিকে ভূপাতিত করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করে ইরান। এর জবাব দিতেই হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প।

সূত্র: বিবিসি, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ