আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার একটি দিয়াশলাই গুদামে অগ্নিকাণ্ডে তিনজন শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। টিভি ফুটেজে দেখা যায় উত্তর সুমাত্রার বিনজাই শহরের ঘর থেকে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে উত্তর সুমাত্রার বিনজাই শহরের একটি দিয়াশলাই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুদামটি যে বাড়িতে অবস্থিত তা বাসস্থান, দিয়াশলাই কারখানা ও তার গুদাম হিসেবে ব্যবহৃত হতো বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা বুডি জুলকিফলি বলেন, যখন আমি জুমা পড়তে যাচ্ছিলাম, তখনই এই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কিন্তু কী বিস্ফোরিত হয়েছে, তা জানতে পারিনি।
উত্তর সুমাত্রার দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিস বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এতক্ষণে আগুন নিভে গেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
বিনজাই পুলিশ প্রধান নুগরোহো থ্রি নুয়ান্তো বলেন, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা এখনও হতাহতদের শনাক্ত করে যাচ্ছি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুন থেকে তিন ব্যক্তি পালিয়ে বেঁচেছেন।
স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান শেয়ারি বলেন, সম্ভবত শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিহতদের শরীর পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
-এএ