সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা উদ্বোধনকালে দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমরা প্রতিবছর জেলা উপজেলায় বৃক্ষমেলার আয়োজন করি। অনেকে সেখান থেকে চারা কিনে রোপন করে। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে নিজেদের কর্মমস্থলে তিনটি করে গাছ লাগানোর অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৮৪-১৯৮৫ সাল থেকে দেশে কৃষকলীগের মাধ্যমে প্রতিবছর পহেলা আষাঢ় থেকে বৃক্ষরোপন শুরু হতো। সবকর্মীকে অন্তত তিনটি গাছ লাগাতে বলা হতো। এটা আবার পূণরায় শুরু করবো।

শেখ হাসিনা বলেন, মানুষ বাড়লে যেমন বনের ক্ষতি হয়, তেমনি পরিবেশের বিপর্যয় সৃষ্টি হয়। সেজন্য বলি, উন্নয়ন আর সভ্যতার বিকাশ একসঙ্গে চলবে। রক্ষা করতে হবে পরিবেশকেও। এজন্য বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। মহাসড়কে বায়ুদুষণ রোধের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, যতই আধুনিকায়ন হচ্ছে ততই যন্ত্রের ব্যাবহার বাড়ছে। পাল্লা দিয়ে নষ্ট হচ্ছে পরিবেশও। আধুনিক জীবনযাপনে আমরা যা যা ব্যবহার করছি তার কারণে পরিবেশ দুষণ ছড়াচ্ছে। বডি স্প্রে, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু, মোবাইল ফোন, কম্পিউটারসহ বিভিন্ন আধুনিক জিনিসপত্র থেকে দুষণ ছড়ায়।

তবে ক্রমেই আমরা পরিবেশ রক্ষায় সচেতন হচ্ছি। উন্নয়ন যেমন দরকার তেমনি দরকার পরিবেশকে রক্ষা করাও। সুতরাং পুরবেশ রক্ষায় আমাদের সবাইকে গাছ রোপন করতে হবে।

অনুষ্ঠানে বৃক্ষরোপণে অবদান রাখায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে সম্মেলন কেন্দ্রের সামনে একটি তেঁতুল গাছ লাগান প্রধানমন্ত্রী। এর আগে বিশ্বব্যপী ৫ জুন পরিবেশ দিবস পালিত হলেও ওইদিন পবিত্র ঈদ উল ফিতর পালিত হওয়ায় ২০ জুন ‍দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ