সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন

শনিবার থেকে আবারও আন্দোলনে নামবে বুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচদিন লাগাতার আন্দোলন শেষে সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতি ও শুক্রবার দুদিন আন্দোলন স্থগিত করেছেন বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২২ জুন) থেকে আবারও আন্দোলনে নামবে আন্দোলনকারীরা।

গত ১৫ জুন থেকে ১৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে বুয়েট শিক্ষার্থীরা। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাননি তারা। তাই দাবি আদায়ে শনিবার থেকে আবারও আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখপাত্র হাসান সারোয়ার সৈকত বলেন, সাপ্তাহিক ছুটির কারণে আমরা দুদিন আন্দোলন স্থগিত রেখেছি। তবে শনিবার থেকে আবারও আগের মতো আমরা আন্দোলন শুরু করব।

প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো ধরনের আশ্বাস আমরা পাইনি। তবে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের ক্যাম্পাসে আসবেন শুনেছি।

তিনি যদি আসেন তাহলে তার সম্মানার্থে আমরা একটি প্রতিনিধি দল পাঠাব। তবে শিক্ষামন্ত্রী কখন আসবেন সেটা তিনি জানেন না বলে জানিয়েছেন।

তাদের ১৬ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হলো- বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বাতিল, নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম চালু করা, ক্যাম্পাস প্রবেশ মুখে তোরণ নির্মাণ করা, নতুন ছাত্রকল্যাণ দফতরের পরিচালককে অপসারণ, শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, টার্ম পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, ছাত্রী হলকে সনি হল নামকরণ এবং ক্যাম্পাসে গাছ কাটা বন্ধ করা ইত্যাদি।

এর আগে গতকাল ১৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ