সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মিথ্যার ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়: স্যান্ডার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বার্নি স্যান্ডার্স বলেছেন, মিথ্যা কথার ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যাবে না। সম্ভাব্য এ যুদ্ধ বন্ধ করতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন বলে ঘোষণা করেছেন।

এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল বুধবার এসব কথা বলেন তিনি।

বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের ওপর এমন হামলা হবে ভিয়েতনাম ও ইরাকে সামরিক হামলার মতো মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে।

স্যান্ডার্স ইরাক ও ভিয়েতনাম যুদ্ধের কথা উল্লেখ করে একে মার্কিন পররাষ্ট্রনীতির নিকৃষ্টতম বিপর্যয় বলে মন্তব্য করেন। এ দুই যুদ্ধ হোয়াইট হাউজের মিথ্যার ওপর ভিত্তি করে হয়েছিল।

স্যান্ডার্স জোর দিয়ে বলেন, যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা হয় তাহলে তা হবে সীমাহীন যুদ্ধ যা কখনো মধ্যপ্রাচ্যে শেষ হবে না। সেজন্য তিনি যুদ্ধের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পরামর্শ দেন।

উল্লেখ্য, বার্নি স্যান্ডার্স ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তিনি ভারমন্ট থেকে সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মসজিদে মুসলমানদের সমর্থনে বক্তব্য দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ