আওয়ার ইসলাম: পাকিস্তানের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাব দিয়েছে ভারত। এরপরই পাকিস্তানি গণমাধ্যম দাবি করে যে আলোচনার জন্য প্রস্তুত ভারত।
কিন্তু ভারতের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দিয়ে জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক রাখতেই শুভেচ্ছাবার্তার জবাব দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় যাবে না তারা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, কূটনৈতিক নিয়ম মেনে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের তরফ থেকে পাঠানো শুভেচ্ছাবার্তায় সাড়া দিয়েছেন। সেটা কেবলই সম্পর্কটা স্বাভাবিক রাখার জন্যই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেহেতু পাকিস্তানের শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন, তাই পাকিস্তানি মিডিয়ার দাবি ভারত আলোচনায় রাজি হয়েছে। কিন্তু আদতে সেরকম কিছুই ঘটেনি বলে স্পষ্ট জানিয়ে দিল ভারত।
ভারত বরাবরই বলে এসেছে যে সন্ত্রাস আর আলোচনা একইসঙ্গে চলতে পারে না। সেই অবস্থানেই অনড় রয়েছে মোদি সরকার।
-এটি