আওয়ার ইসলাম: ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বলেছেন, নারীদের সমানাধিকার দেওয়ার জন্য ‘তিন তালাক’ ও ‘নিকাহ হালালা’র মতো বিষয়কে নিষিদ্ধ করা দরকার। বৃহষ্পতিবার সেন্ট্রাল হলে সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।
ভারতের সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। নবনির্বাচিত সাংসদরা শপথগ্রহণ করেছেন ও স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির বক্তৃতার পরে রাজ্যসভার কার্যধারা শুরু হয়। ২৬ জুলাই পর্যন্ত সংসদের এই অধিবেশন চলবে। অর্থনৈতিক সমীক্ষা সংসদে পেশ করা হবে ৪ জুলাই। পরের দিন ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।
আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, মহিলাদের গুরুত্বপূর্ণ উত্থান হয়েছে। ভোটার কিংবা জয়ী প্রার্থী- দুই দিক দিয়েই এটা লক্ষ করা যাচ্ছে। ২০১৯ লোকসভা নির্বাচনে যত সংখ্যক মহিলারা ভোট দিয়েছেন, তা প্রায় পুরুষদের সমান। এমনকী, কোনও কোনও অঞ্চলে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি ছিল।’
তিনি নারীদের অধিকারের কথা বলতে গিয়ে এমন ইসলামের বিধান বিরুধী মন্তব্য করায় মুসলিমদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে বলে জানা যায়। সূত্র: এনডিটিভি
-এটি