আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মানারুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মানারুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া গ্রামের নুহু মোন্নার ছেলে।
জানা গেছে, মানারুলসহ কয়েকজন চোরাকারবারী গত বুধবার গভীর রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শোভাপুর ক্যাম্পের বিএসএফরা গুলি চালায়। এ সময় মানারুল গুরুতর আহত হন। তাকে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে সময় পথেই তিনি মারা যায়।
তার সঙ্গীরা লাশ বাংলাদেশের একটি আম বাগানে ফেলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সিংনগর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় বলে স্থানীয়রা জানায়। তবে এ ব্যাপারে সিংনগর ক্যাম্পের কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) সমীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারি মানারুল ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় বিএসএফের গুলিতে হারুনের আমবাগানে মারা গেছেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এর বেশি কিছু জানি না।
-এএ