আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ বোরহান (৬) ও আবদুল্লাহ রায়হান (৪) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতদের পিতা মুফতি মাওলানা মাজহারুল ইসলাম বলেন, ‘আমি জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর স্ত্রী নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় বোরহান ও রায়হান খেলার ছলে ঘরের পাশে ডোবার পাড়ে যায়। নামাজ শেষে নাছরিন আক্তার তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজা-খুঁজি করতে থাকে।
এক পর্যায়ে স্থানীয়রা ডোবার পাড়ে তাদের জুতা দেখে পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।’
নিহত আবদুল্লাহ বোরহান লাকসাম আল-আমিন ইন্সটিটিউটের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।
উল্লেখ্য, গত দেড়মাস পূর্বে মাওলানা মাজহারুল ইসলামের বড় ছেলে মো. ফারহান উদ্দিন (১২) মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরপর তিন সন্তানকে হারিয়ে শোকে কাতর পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা। পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
-এটি