আওয়ার ইসলাম: কলকাতার ভাটপাড়ায় থানা উদ্বোধনের আগে অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল সতেরো বছরের কিশোরসহ দুইজন। আহত চার। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থবর এনডিটিভির।
বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের প্রধান, প্রধান সচিব ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। ঘটনাস্থলে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে।
জানা গেছে, ভাটপাড়া থানার উদ্বোধন করতে সেখানে আসছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান। তার আসার এক ঘণ্টা আগেই হঠাৎ বোমাবাজি শুরু হয়। বোমা নিক্ষেপ ও গুলি চলার পরে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।
সংঘর্ষের খবরে পুলিশের গাড়িবহর আর ওইদিকে না গিয়ে কলকাতায় ফিরে আসে। উদ্বোধন আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ ঘটনার জন্য তৃণমূলের ‘গুণ্ডা’দের দায়ী করেছে রাজ্য বিজেপি। পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
-এএ