আওয়ার ইসলাম: ২০১৪ সালে গোলাবর্ষণে এমএইচ-১৭ বিমান বিধ্বস্ত করার দায়ে চার জনকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক তদন্তকারীরা। পূর্বাঞ্চলীয় ইউক্রেনে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছিল।
বুধবার (১৯ জুন) ডাচ নেতৃত্বাধীন দলটি জানিয়েছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার কারণে রাশিয়ার নাগরিক ইগোর গিরিকিন, সার্জি ডুবিনস্কি ও ওলেগ পুলাতভ এবং ইউক্রেনীয় লিওনিদ খারচেনকোর বিরুদ্ধে বিচার চলবে।
নিহতদের আত্মীয়স্বজনরা জানান, ২০২০ সালের মার্চ মাসে হত্যার দায়ে আসামিদের বিচার শুরু হবে বলে তাদেরকে জানানো হয়েছে। প্রসিকিউটররা আসামিদের অনুপস্থিতিতে বিচারের চেষ্টা চালাচ্ছে, কারণ রাশিয়া তাদের নাগরিকদের বিচারের জন্য প্রত্যর্পণ করে না।
তবে রাশিয়া এমএইচ-১৭ এর বিধ্বস্ত করার ব্যাপারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। বুধবার ইউক্রেনীয় আসামি গিরকিন বলেছেন, ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীরাও জড়িত ছিল না।
-এএ