আওয়ার ইসলাম: ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন উচ্চ আদালত। এমনকি প্রধানমন্ত্রীকে পর্যন্ত আহ্বান জানিয়েছেন ভেজাল খাদ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে!
এবার সেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অলিম্পিয়া রেস্টুরেন্টে অনেকগুলো পঁচা মুরগি পাওয়া গেছে। এতে ক্ষোভ জানিয়েছেন আইনজীবীরা।
আজ বুধবার বিকেলে রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা মুরগির সন্ধান পান কয়েকজন আইনজীবী। পরে এ খবর ছড়িয়ে পড়লে রেস্টুরেন্টে চত্বরে এসে কয়েকশ আইনজীবী ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এই রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি দায়ীদের শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে আইনজীবী হুমায়ুন কবির পল্লব বলেন, বুধবার দুপুরে এক সিনিয়র আইনজীবী রেস্টুরেন্টে খেতে বসে খাবারে তেলাপোকা দেখতে পান। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা আইনজীবী নেতাদের অবহিত করি।
পরে আইনজীবী সমিতির শামীম সরদার, চঞ্চল কুমারসহ আমরা বেশ কয়েকজন রেস্টুরেন্ট সার্চ করতে যাই। সেখানে গিয়ে দেখি কিচেন নোংরা হয়ে আছে। পরে আমরা ফ্রিজ সার্চ করলে সেখানে পঁচা দুর্গন্ধযুক্ত আস্ত মুরগির সন্ধান পাই।
পরে উপস্থিত আইনজীবীরা সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কাছে বিষয়টি জানান।
পাশাপাশি অলিম্পিয়া রেস্টুরেন্ট বন্ধ করার দাবি জানান। তবে বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
-এটি