আওয়ার ইসলাম: মালির দুই গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
মঙ্গলবার, ইয়োরো ও গঙ্গাফনি গ্রামে এ হামলা হয়। হতাহতদের বেশিরভাগই আদিবাসী ডোগোন সম্প্রদায়ের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, একশর বেশি বন্দুকধারী মোটরসাইকেলে এসে নির্বিচার গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠি। মালিতে জাতিগত সহিংসতার ইতিহাস বেশ পুরোনো।
এটি সাম্প্রদায়িক হামলা বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ইজিয়াকা গানামে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ফুলানি ও ডোগোন আদিবাসীদের মধ্যে সহিংসতায় প্রাণ গেছে সাড়ে ৫শর বেশি মানুষের। জমি, পানি ও গবাদি পশু নিয়ে বিরোধের জেরে এ সহিংসতার ঘটনা ঘটে।
-এএ