আওয়ার ইসলাম: গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির মৃত্যুতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রপ্রধান ও নেতারা শোক প্রকাশ করেছেন।
সাবেক এ প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক প্রকাশ করতে দেখা গেছে বহু সাধারণ মানুষকেও। মুরসির সংগ্রামী জীবনের নানাবিষয় তুলে ধরে প্রশংসা করছেন সবাই।
মঙ্গলবার জর্ডানের সাবেক রানি নূর আল হুসাইন ব্যক্তিগত টুইটারে মুরসির প্রশংসা করে লেখেন, তার কিসের চিন্তা? নিশ্চিন্তে প্রশান্তির ঘুম ঘুমাক সে, তিনিই মিসরের সর্বপ্রথম এবং একমাত্র গণতান্ত্রিক প্রেসিডেন্ট।
রানির টুইটের নিচে অসংখ্য ফলোয়ার তার কথায় সহমত ব্যক্ত করে মন্তব্য করেন এবং তারা মোহাম্মাদ মুরসির আত্মার শান্তির জন্য প্রার্থনা ও কল্যাণ কামনা করেন।
-এএ