আওয়ার ইসলাম: নেত্রকোনার পূর্বধলায় হোছাইন আহম্মদ খোকন (৬৫) নামের এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মেহেদী হাসানের (২৫) বিরুদ্ধে।
সোমবার (১৭ জুন) বিকেলে ওই যুবককে আটক করেছে পুলিশ। হোছাইন আহম্মদ খোকনের বাড়ি উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের সাহোদকোনা গ্রামে।
জানা যায়, মেহেদী হাসান পরিবারের সম্মতি ছাড়াই গত ১০/১২ দিন আগে তার পছন্দের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এনিয়ে পিতা-পুত্রের মাঝে সৃষ্টি হয় পারিবারিক বিরোধ। এক পর্যায়ে গত রবিবার বিকেলে ছেলে মেহেদী হাসান তার বাবাকে মারধর করে।
রাতে তার বাবা নিজ ঘরের বারন্দার একটি রুমে ঘুমিয়ে পড়লে সবার অজান্তে মেহেদী হাসান তার বাবাকে গলা টিপে হত্যা করে। পরদিন সোমবার সকালে বাড়ির লোকজন ওই রুমে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় সন্দেহজনকভাবে মেহেদী হাসানকে আটক করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
-এএ