সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


খালেদা জিয়ার দুই মামলায় জামিন সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত দিবেন হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালত মামলা দুটি বিচারাধীন রয়েছে।

সোমবার (১৭ জুন) শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, যে যা বলুক শুধু এবি সিদ্দিকীর মানহানি হয়। এদুটি জামিন যোগ্য মামলা। তাই জামিন প্রার্থনা করছি।

তবে জামিনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীসহ অন্য নেতাদের বিষয়ে বললে আপত্তি নেই। পলিটিক্যালি বলতেই পারে। কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা। তার জন্য যে কেউ মামলা করতে পারেন।

খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন বক্তব্য দেয়া যায় না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ