আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করেন হামলাকারী। সেই ভিডিও শেয়ার করার দায়ে এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
ফিলিপ আর্পস নামে নিউজিল্যান্ডের নাগরিক ওই ব্যক্তি নিজে সেই ভিডিও ৩০ জন বন্ধুকে পাঠিয়েছিলেন। সেই বন্ধুদের হতাহতের সংখ্যা গণনা করে সংখ্যা উল্লেখ করে ভিডিওটি এডিট করারও আহ্বান জানিয়েছিলেন।
ক্রাইস্টচার্চের জেলা জজ স্টিফেন ও’দ্রিসকল আদালতে বলেছেন, আর্পস মুসলিম জনগোষ্ঠীর প্রতি অপ্রত্যাশিত দর্শনেই এমন ঘটনা ঘটিয়েছেন।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় বাংলাদেশীসহ ৫১ জন নিহত হয়, আহত হয় ৪০ জন।
আজ মঙ্গলবার জেলা জজ আর্পসের বিরুদ্ধে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, তিনি ভিডিওটিকে ক্রস হেয়ারস (টার্গেট চিহ্ন) এবং নিহতের সংখ্যা যুক্ত করে এডিট করতে চেয়েছিলেন। তিনি ভিডিওটি শেয়ারের সময় এটিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন। যা তিনি ঘৃণা থেকেই করেছিলেন বলে আদালতের কাছে মনে হয়েছে।
এছাড়াও আর্পস হামলার শিকার আল নূর মসজিদের সামনে ২০১৬ সালেও একবার শূকর ছেড়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন।
এদিকে আল নূর মসজিদ এবং এর পাশে ইসলামিক সেন্টারে হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৯২টি চার্জ আনা হয়েছে। গেল সপ্তাহে এক শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। সূত্র: বিবিসি
-এটি