আওয়ার ইসলাম: মোবাইল সেবায় আরোপিত বাড়তি পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ সোমবার (১৭ জুন) সকালে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ। এসময় স্মার্টফোনের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, চক্রবৃদ্ধি হারে করারোপ করা হয় তাতে শতকরা প্রায় ৬৫ শতাংশ গ্রাহককে সরকারি কোষাগারে দিতে হয়।
বাজেটে মোবাইল সেবার উপর পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে এত আদায় হবে প্রায় ২ হাজার ৫শ’ কোটি টাকা।
এছাড়া নতুন সিমে ১শ’ টাকা যোগ করার ফলে প্রায় ২শ ৫০ কোটি টাকা এ থেকে সরকার রাজস্ব আহরণ করতে চায়। তাছাড়া অপারেটরদের উৎসাহের উপর ১ দশমিক ২৫ শতাংশ করের বোঝা চাপাবে বলে আমরা মনে করি।
-এটি