আওয়ার ইসলাম: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.২।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাতে জানা যায়, সোমবার (১৭ জুন) স্থানীয় সময় সকালে আঘাত হানে এই ভূমিকম্প।
এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তাছাড়া এখনও জারি করা হয়নি কোনো ধরণের সুনামির সতর্কতা।
ভূতাত্ত্বিক কেন্দ্রটির দেওয়া তথ্যের বরাতে ‘দ্য ব্যাংকক পোস্ট’ জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় তিমুর দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে প্রায় ১৩৩ কিলোমিটার দূরবর্তী কুপাং শহরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
-এটি