আওয়ার ইসলাম: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-২ ফুট উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।
বলেশ্বর নদের তীর ভেঙে বগি গ্রামের অর্ধ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ঝড়ে সদর উপজেলায় গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, ইতিমধ্যে মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলার প্রায় ২০ হাজার মানুষকে ২৩৪টি আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হবে।
তিনি আরো জানান শুকনো খাবার, মেডিকেল টিম, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত উপ-কমিশনার মো. জহিরুল ইসলাম জানান, গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শাহিনূর বেগম (৩৫) সদর উপজেলার মোজাহারের স্ত্রী।
-এটি