বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

পাবনায় অটোরিকশা মালিক সমিতির দুই গ্রুপ মুখোমুখি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
পাবনা জেলাপ্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমবায় সমিতি এবং জেলা অটোরিকশা ও মিশুক মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে উত্তেজনা চলছে।

দুগ্রুপের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে এমন আশংকা করা হচ্ছে। অটোরিকশা মালিক সমবায় সমিতিকে অবৈধ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায় ও চালকদের মারধর করার অভিযোগ করেছে আরেক গ্রুপ।

পাবনা জেলা সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক মালিক সমিতির সেক্রেটারি নাজমুল বাশার বাবু বলেন, তাদের সংগঠন এরইমধ্যে রাজশাহীর বিভাগীয় শ্রম দফতর এর রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন থেকে নিবন্ধিত হয়েছে।

বৃহত্তর কাশীনাথপুর এলাকার অধিকাংশ অটোরিকশা মালিক তাদের সংগঠনর্ভূক্ত। কিন্তু তারা কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতি নামের একটি অবৈধ সমিতির আগ্রাসনের কবলে পড়েছেন।

ওই সংগঠনের নেতাকর্মীরা অটো চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে তাদের নির্যাতনের শিকার হতে হয়।

বৃহস্পতিবার (০২ মে) সকালে আ: আলিম, রোসন, রঞ্জুসহ কয়েকজন চালক মারধোর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। অনেক মালিক ও চালককে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান ।

এ ব্যাপারে কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতির সেক্রেটারি আব্দুল হান্নান জাহিদ বলেন, তাদের সংগঠনেরও বৈধতা রয়েছে। তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ তিনি অস্বীকার করেন।

বেড়া সমবায় অফিসের অডিট অফিসার শফিউল ইসলাম জানান, সমবায় সমিতি অফিস থেকে নিবন্ধন নিয়ে কেউ চাঁদাবাজি করতে পারেন না। সিএনজি মালিক সমবায় সমিতির বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হবে।

আমিনপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, উভয় গ্রুপকে আইন মেনে চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।
পাবনা জেলা সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক মালিক সমিতি ট্রেড ইউনিয়নভূক্ত হয়েছে। তবে আরেক গ্রুপ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ