আওয়ার ইসলাম
পাবনা জেলাপ্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমবায় সমিতি এবং জেলা অটোরিকশা ও মিশুক মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে উত্তেজনা চলছে।
দুগ্রুপের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে এমন আশংকা করা হচ্ছে। অটোরিকশা মালিক সমবায় সমিতিকে অবৈধ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায় ও চালকদের মারধর করার অভিযোগ করেছে আরেক গ্রুপ।
পাবনা জেলা সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক মালিক সমিতির সেক্রেটারি নাজমুল বাশার বাবু বলেন, তাদের সংগঠন এরইমধ্যে রাজশাহীর বিভাগীয় শ্রম দফতর এর রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন থেকে নিবন্ধিত হয়েছে।
বৃহত্তর কাশীনাথপুর এলাকার অধিকাংশ অটোরিকশা মালিক তাদের সংগঠনর্ভূক্ত। কিন্তু তারা কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতি নামের একটি অবৈধ সমিতির আগ্রাসনের কবলে পড়েছেন।
ওই সংগঠনের নেতাকর্মীরা অটো চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে তাদের নির্যাতনের শিকার হতে হয়।
বৃহস্পতিবার (০২ মে) সকালে আ: আলিম, রোসন, রঞ্জুসহ কয়েকজন চালক মারধোর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। অনেক মালিক ও চালককে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান ।
এ ব্যাপারে কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতির সেক্রেটারি আব্দুল হান্নান জাহিদ বলেন, তাদের সংগঠনেরও বৈধতা রয়েছে। তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ তিনি অস্বীকার করেন।
বেড়া সমবায় অফিসের অডিট অফিসার শফিউল ইসলাম জানান, সমবায় সমিতি অফিস থেকে নিবন্ধন নিয়ে কেউ চাঁদাবাজি করতে পারেন না। সিএনজি মালিক সমবায় সমিতির বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হবে।
আমিনপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, উভয় গ্রুপকে আইন মেনে চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।
পাবনা জেলা সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক মালিক সমিতি ট্রেড ইউনিয়নভূক্ত হয়েছে। তবে আরেক গ্রুপ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
-এটি