বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

হার্ট অ্যাটাকের আগে হৃদপিণ্ড শরীরকে কিছু সংকেত দেয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে বিশ্বজুড়েই হার্ট অ্যাটাকের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। এখন অল্প বয়সীদেরও হার্ট অ্যাটাকের রোগে ভুগতে দেখা যায়। দূষণের মাত্রা যত বাড়ছে,  শ্বাসকষ্টজনিত সমস্যা ও হার্টের সমস্যা ততো বাড়ছে।

সম্প্রতি হার্ট অ্যাটাকের এব গবেষণার দেখা গেছে , হার্ট অ্যাটাকের আগে হৃদপিণ্ড থেকেই শরীরকে সংকেত দেয়। এবিষয়ে  বেশ কয়েকটি  তথ্যও দিয়েছেন গবেষকরা।

হৃদপিণ্ডের দেয়া সে সংকেতগুলো: প্রথমত শরীর দুর্বল হয়ে পড়ে। ধমনীতে রক্তের প্রবাহ কমে যায় বলেই এমনটা হয়। এরপর ঝিমুনির ভাব হবে সর্বক্ষণ। একই সঙ্গে রক্তের প্রবাহ কমে যাওয়ায় শরীরে একটা শীতল ভাবও অনুভূত হবে।

হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই বুকে ব্যথা অনুভূত হতে থাকবে। এই ব্যথা বুকে থেকে শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়বে। বিশেষ করে পিঠ, হাত ও কাঁধে ছড়িয়ে বড়বে ব্যথা।

হার্ট অ্যাটাকের অল্পকিছুদিন আগে থেকেই ঠাণ্ডা লাগার সমস্যা বেড়ে যায়। সামান্য পরিশ্রমেই ক্লান্তিভাব চলে আসবে। আচমকা মাথাঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কম-বেশি কাজেই দমের সমস্যা দেখা দেয়। যে কোনো কাজ করলেই শ্বাস নিতে সমস্যা হয়। হার্ট অ্যাটাকের আগে হৃদপিণ্ড থেকে এই সংকেতগুলো শরীরকে দিয়ে থাকে। যখনি এ শারীরিক সমস্যাগুলো দেখা দিবে তখন দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ