আওয়ার ইসলাম: ফেনীর দাগনভুঁইয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুইজন।
শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ফেনীর দাগনভুইয়া উপজেলা মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে ৫ জনকে গনপিটুনি দেয় এলাকাবাসী।
নিহতরা হলেন- ভোলার চর ফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ। বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া মনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন গুরুতর আহত আছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞাঁ থানার পরিদর্শক (ওসি) ছালেহ আহাম্মদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে আক্রান্ত হয় ৫ ডাকাত। পুলিশ ঘবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছে। ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর আহত আরো একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএম/