বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


রূপগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৪০টি ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগুনে ৪০টি ঘর ও চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রের মাধ্যমে জানা যায়, দুপুর দেড়টার দিকে বলাইখা এলাকার হযরত আলীর ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে হযরত আলীর ১৯টি ঘর, একটি দোকান, শহীদুল্লাহ মিয়ার ছয়টি বসতঘর, একটি দোকান, মমতাজ বেগমের ১১টি বসতঘর, একটি দোকান, মারফত আলীর চারটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে জানান ডেমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল মান্নান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ