বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুলাউড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া উপজেলা শাখা ও রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাজীপুর প্রাইমারি স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টা থেকে ক্যাম্পিং শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। দুইশতাধিক নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

ক্যাম্পিং-এ প্রধান অতিথি হিসেবে ছিলেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান কফিল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাসিত বাচ্চু বলেন, মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন এবং স্বাধীনতা দিবসে এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি সবসময় পাশে আপনাদের পাশে থাকব।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহমান কফিল, প্রথমেই মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মানবসেবায় রক্তদানের মতো মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন, খিদমাহ'র জয়েন্ট সেক্রেটারি ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মুস্তাকিম আল মুনতাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ইসহাক, কুলাউড়া উপজেলা শাখার পরিচালক জাবেদ আহমদ।

সহযোগী পরিচালক আবদুস সামাদ, রক্তদান ফাউন্ডেশন হাজীপুর শাখার পরিচালক শফিকুর রহমান, খিদমাহর সদস্য মনিরুল ইসলাম জহির বর্ণভী, মিজানুল হক, মুজাহিদুল ইসলাম, ইমরান আহমদ, শিপন মিয়া প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ