আওয়ার ইসলাম: সুন্দরবন থেকে হরিণের দু’টি মাথা, দু’টি চামড়া এবং সাত কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা। তবে হরিণ শিকারিচক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি তারা।
রোববার (২৪ মার্চ) রাতে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের মোংলা উপজেলা হারবারিয়ায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের হারবারিয়ার একটি টহল দল সুন্দরবনের হারবারিয়া খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। সে সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে শিকারিচক্র সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি করে হরিণের দু’টি মাথা, দু’টি চামড়া এবং সাত কেজি মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণের অংশগুলো সুন্দরবন বিভাগের নন্দবালা ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
-এএ