আওয়ার ইসলাম: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বিএস ডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে তিন পরিবারের মোট ৯টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে তিন পরিবারে গচ্ছিত নগদ প্রায় ৫ লাখ টাকা, ফসলাদি ও মালামাল মিলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের প্রায় পৌনে এক ঘন্টা পর ফরিদপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ক্ষতিগ্রস্থ পতিত বৈরাগী বাড়িতে দুপুরের রান্না শেষ করে অসাবধানতা বশত চুলোয় আগুন রেখে পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে চলে যায়। এ সময় চুলোর আগুন বেয়ে ওঠে প্রথমে রান্না ঘর এবং আশপাশের তিন বাড়ির মোট ৯টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-সাঈদ, চরভদ্রাসন থানার এসআই শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের শুকনা খাবারসহ কম্বল বিতরণ করেছেন।
প্রতিবেশী আসলাম শেখ জানায়, পশ্চিমা বাতাস আর চৈত্রের খড়তাপের মধ্যে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘরে রক্ষিত, টাকা-পয়সা ও মালামাল কিছু বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে।
-এএ