বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাঘাইছড়িতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির বাঘাইছড়িতে গতকালের হামলায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিওয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকেই শুরু হয়েছে এ অভিযান। যে জায়গায় পলাতকদের অবস্থান হতে পারে আমরা সেসব জায়গায় তল্লাশি চালাচ্ছি।  আমরা কাউকে সামান্যতম ছাড় দেব না।

গতকাল উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয়মাইল এলাকায় নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃংখলাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ৭ জন।

এ ঘটনায় আহত ১৭ জনকে ঢাকা ও চট্টগ্রামের সিএমএইচে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন তিনজনের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং বাকিরা আশঙ্কামুক্ত বলে জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ