আওয়ার ইসলাম: জাতীয় সংসদে কওমি মাদরাসা ও উলামা বিরোধী বক্তব্য দেয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার ও সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের সম্মিলিত কওমি মাদরাসা পরিষদ।
নগরীর সিটি বাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন কওমি মাদরাসাশিক্ষক, আলেম-ওলামা ও ছাত্ররা। এ সময় তারা রংপুর সিটি বাজারের সামনে সড়কে দুই পাশে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত কওমি মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, প্রেস ইমাম রংপুর সদর মসজিদ মাওলানা মাহামুদ, স্টাফ কোয়ার্টারের খতিব হাফেজ আমজাদ ও জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জোবায়ের হোসেন।
বক্তারা রাশেদ খান মেনন সংসদে ইসলামবিদ্বেষী বক্তব্য দেয়ায় তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি করেন।
আরআর