আওয়ার ইসলাম: পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনে দগ্ধ আরও ৫টি মৃতদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। ফলে ডিএনএ টেস্টের মাধ্যমে ১৬টি মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন।
শেখ হিমায়েত বলেন, এখনো ২টি মরদেহ ও ৩টি পরিবারের ডিএনএ নমুনা আমাদের কাছে রয়েছে। তবে এ দুই মরদেহের সঙ্গে এই ৩ পরিবারের কারও ডিএনএ নমুনার মিল পাওয়া যায়নি। মরদেহগুলো আপাতত মর্গে থাকবে। তবে যদি কেউ মরদেহগুলোর দাবি তাহলে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হবে।
মরদেহ শনাক্তের বিষয়ে তিনি বলেন, এ কাজটি দুরূহ ও সময়সাপেক্ষ ছিল। আমরা ঘটনার সঙ্গে সঙ্গে দু’টি ক্রাইম সিন ইউনিট সেখানে পাঠিয়ে আলামত সংগ্রহ করি। এছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহের পর রুটিন কাজ বাদ দিয়ে পরিচয় শনাক্তের কাজটিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করেছি।
পরিচয় পাওয়া মরদেহগুলো হচ্ছে- হাজি ইসমাইল, ফয়সাল সারোয়ার, রেনুমা তাবাসসুম দোলা, মোস্তফা ও জাফরের।
এর আগে গত ৬ মার্চ ১১ জনের মরদেহ শনাক্ত করা হয়। তারা হচ্ছেন ফাতেমাতুজ জোহরা, সালেহ আহমেদ, মো. ইব্রাহীম, মো. এনামুল হক, তানজীল হাসান, নাসরিন জাহান, মুহাম্মদ শাহীন আহমেদ, হাসান উল্লাহ, দুলাল কর্মকার, নুরুজ্জামান ও নুরুল হক
এএ