জুনায়েদ হাবীব
চট্রগ্রাম মহানগর প্রতিনিধি
বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মুসলিম। এই দেশে নাস্তিক মেননরা বার বার মাথাচাড়া দিচ্ছে। তাদের বিরুদ্ধে আলেমদের একতাবদ্ধ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেফাকুল মাদারিসিলি আরাবিয়া (চট্টগ্রাম) এর সভাপতি ও ঝাউতলা বড় মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আলী উসমান।
শুক্রবার (৮ মার্চ) জুমার পরে বাংলাদেশে মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে তিনি এ সব কথা বলেন।
আলী উসমান বলেন, এদেশের নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে নিতে হবে। হাফেজ্জী হুজুর বলেছিলেন, একামতে দ্বীনের জন্য একমাত্র প্রয়োজন হচ্ছে উলামায়ে কেরাম। বর্তমান সময়ে নাস্তিকরা আস্ফালনের প্রচেষ্টা চালাচ্ছে। তবে উলামায়ে কেরামদের প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ হয়ে থাকা।
বক্তব্যে মেননদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন আলী উসমান।
এসময় বক্তব্য রাখেন, নাজিরহাট মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মাদ ইদ্রীস, মাওলানা শেখ আমজাদ হোসেন পাহাড়ী,দেলওয়ার হোসেন,মুখতী ইকরামুল্লাহ প্রমুখ।
এএ