আওয়ার ইসলাম: উলামা সুলাহা'র প্রিয়ভাজন, বিশ্ববরেণ্য দাঈ-দরবেশ ও কালজয়ী আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা, হাফেজ পীর যুলফিকার আহমদ নাকশবন্দি, মুজাদ্দিদী দা. বা. এর ভারতীয় সালেকীন ও ভক্তদের জন্য ২০১৯ সালের খানকাহী ইজতেমা মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন এপ্রিল মাসের ২৭, ২৮, ও ২৯ তারিখে।
মুলতাকা নামের এ ইসলাহী ইজতেমায় স্থানীয়রা ছাড়া ভারত ও অন্যান্য দেশ থেকে হযরতের খলিফাদের অনুমতি ক্রমে ভিসা নিয়ে আসা সাত শতাধিক দেওবন্দী মসলকের সালেকীনরা অংশ গ্রহন করে থাকেন। দারুল উলুম দেওবন্দের ও ২০/২৫ জন সম্মানিত উস্তাদ মুলতাকায় তাশরীফ আনেন।
তিন দিন ব্যাপী পরিচালিত এ বরকতময় মাহফিল ও নুরানী আয়োজনে হযরতকে কাছে থেকে দেখার শুনার জানার ও বায়আত হওয়ার এবং নির্ধারিত সময়ে সরাসরি হাল জানিয়ে পরামর্শ ও দোয়া নেওয়ার সুযোগ পাওয়া যায়।
আয়োজকরা জানিয়েছেন এই বরকতময় এজতেমায় শরিক হয়ে সরাসরি হযরতের সুহবত থেকে ধন্য হতে পারবেন সীমিত সংখ্যক বাংলাদেশি আগ্রহীরাও। তাদেরকে হযরতের কোন স্থানীয় খলিফা বিশেষত হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব হুজুর ও হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাহেব হুজুর এর পরামর্শ ক্রমে রেজিস্ট্রেশনের সব কাজ দ্রুত সেরে নিতে হবে। ৩১ মার্চের পর নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবেনা।
বাংলাদেশে হযরতের অন্যান্য খলিফার মধ্যে রয়েছেন হযরত মাওলানা মুমতাযুল করীম সাহেব বাবা হুজুর, হযরত মাওলানা মুফতী মুহাম্মদ হানিফ রাগেব সাহেব হুজুর ও হযরত পীর আব্দুল হালীম সাহেব হুজুর।
উল্লেখ্য, উক্ত ছয়জন ছাড়া বাংলাদেশে অবস্থানরত হযরতের আর কোন জিবিত খলিফা নেই।
রেজিস্ট্রেশন করা লিংক : ক্লিক করুন
রেজিস্ট্রেশন Successful হয়ে গেলে Invitation Letter জন্য মোবাইল নাম্বার ও পাসপোর্টের স্কেন কপি মুলতাক্বার বাংলাদেশী সমন্বয়ক মাওলানা মুযাজ আহমদ এর কাছে WhatsApp এ প্রেরণ করুন।
আরআর