আওয়ার ইসলাম: ময়মনসিংহে জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীদের ওপর হামলা করে ভাংচুর করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের আইনজীবীদের বিরুদ্ধে। এ ঘটনায় আইনজিবী ও কর্মচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, জারিকারক কাজী আজিজুল হক, স্টেনোগ্রাফার জাহিদুল ইসলাম, কর্মচারী আলগীর শাহাদত, সাইফুল ইসলাম এবং আইনজীবী খসরু, মোতালেব, সোহাগ ও শাওন।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জালাল উদ্দিন খান বলেন, ‘আইনজীবীরা কর্মচারীদের ওপর হামলা করেনি। বরং কর্মচারীরা আইনজীবীদের ওপর হামলা করে ৪ জনকে আহত করেছে।’
এবিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
-এটি