বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিরল রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যুতে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলকায়।

আরো ৪ জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সেখানকার বেশিরভাগ মানুষ এখন মুখ ঢেকে চলাফেরা করছেন। এ ঘটনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন করে আক্রান্তদের চিকিৎসা দিতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয় ভান্ডারদহ উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও ভান্ডারদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সিংহ বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ইউএনওর অনুমতি সাপেক্ষে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোগ নির্ণয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দু'টি মেডিকেল দল গঠন করা হয়েছে। নতুন করে আক্রান্তদের চিকিৎসা দিতে স্বাস্থ্য কর্মী নিয়োগের পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এ বি এম মনিরুজ্জামান লিমন বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদান করার জন্য সকল প্রস্তুতি এবং সার্বক্ষণিক একটা কেবিন এবং একটা এম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি মরিচপাড়া নয়াবাড়ি গ্রামের তাহের মিয়াসহ তার পরিবারের পাঁচ সদস্য মারা যান। গ্রামের আরো চার জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ