বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফিরিয়ে আনা হয়েছে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনছে স্থানীয় প্রশাসন।

সাগরের পরিস্থিতি কিছুটা ভালো হলে আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে পর্যটকবাহী জাহাজগুলো চলাচলের অনুমতি দেয়া হয়। এরপর ছয়টি জাহাজ পর্যটকদের ফিরিয়ে আনেন।

টেকনাফের ইউএনও মুহাম্মদ রবিউল হাসান জানান, আটকা পড়া অধিকাংশ পর্যটককে ছয়টি জাহাজে করে মঙ্গলবার বিকালে মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। তবে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় শ খানেক পর্যটক সাগর পাড়ি দেয়ার ঝুঁকি না নিয়ে সেন্টমার্টিনেই রয়ে গেছেন।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে উপকূলী এলাকায় বজ্রঘন মেঘের সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইছে।

আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি হতে পারে। দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ