বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাওলানা খলীলুর রহমান (হাজি সাহেব হুজুর) এর জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল-এর প্রবীণ মুহাদ্দিস ও হজরত শাহ পরান রহ. মাজার মসজিদের খতিব  মাওলানা খলীলুর রহমান (হাজি সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন।

আজ (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিটে সিলেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল মাদরাসার শিক্ষক মাওলানা হুযাইফা ইমাম জানান, হুজুর শুক্রবার ১০টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে যান। তারপর তাকে উইমেন্স মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে শনিবার বাড়িতে আনা হয়। হুজুর নিজ বাড়িতে ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। হুজুর ৫ সন্তান ও স্ত্রী রেখে মারা যান।

সিলেটের ইসলামিক ফিকহ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও মরহুমের অন্যতম ছাত্র মুফতি জিয়াউর রহমান বলেন, হুজুর এই যুগের একজন মিসালি উস্তায ও দরদি অভিভাবক ছিলেন। তালিবুল ইলমদের নিজের ছেলের মতো করে দেখা তার উস্তায জীবনের অন্যতম বৈশিষ্ট্য৷ হুজুর অত্যন্ত সহজ-সরল, আবিদ, অতুলনীয় আদর্শ ও চারিত্রিক মাধুর্যের অধিকারী ছিলেন৷

আজ রাত নয়টায় মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি কল্লগ্রাম এআইটি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ পড়িয়েছেন, জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া। জানাযার নামাজ পরতে মানুষ দুর-দুরান্ত থেকে আগমন করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ