সিলেট শহরের তালতলায় আগুন লেগে ছাই হয়ে গেছে চেইন সুপার শপ ‘বিগবাজার’। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে সুপার শপটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের কুণ্ডুলি দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। এসময় সুপার শপটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য উপরে থাকা হোটেল সুফিয়াতে আগুন ছড়ায়নি।
জানা যায়, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়তে পারতো আবাসিক হোটেলেও। তাতে ব্যাপক প্রাণ হানির ঘটনাও ঘটতে পারতো।
আরআর