তামিম আহমেদ: জহিরুদ্দীন আহমদ ইসলামিয়া মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসার মিলনায়তনে সকাল ৮টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আলোচনা করেন, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, মুফতি মনিরুজ্জামান।
মুহাম্মদ যাইনুল আবেদীন বলেন, আলেম ওলামারা ভাষার জন্য অনেক শ্রম দিয়েছেন, ভাষা আন্দোলনে অনেক অবদান রেখেছেন। সকল ভাষাই আল্লাহ তায়ালার দান, তাই ভাষাকে শ্রদ্ধা করতে হবে। শুদ্ধ ভাষা জানতে হবে।
তিনি আরো বলেন, জীবনে বড় হতে হলে প্রচুর পড়ালেখা করতে হবে। সময়কে নষ্ট করা যাবে না, সময়ের মূল্যায়ন করতে হবে। মোবাইল ফোন ছেড়ে পড়ালেখার প্রতি মনোনিবেশ করতে হবে।
মুফতি মনিরুজ্জামান এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।