বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিনে ২২ ‘নবজাতকের’ লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ২২টি অপরিণত নবজাতক শিশুর মৃতদেহ ও ভ্রণ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা আনতে গেলে এ মৃতদেহগুলো খুঁজে পায়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল মোদাচ্ছের আলী কবির গণমাধ্যমকে জানান, রাতে পরিচ্ছন্নতা কর্মীরা হাসপাতালের পশ্চিম পাশে সেন্ট্রাল পানির ট্যাংকির পাশে থাকা ডাস্টবিনের ময়লা অপসারণ করতে আসলে বালতি ভরা নবজাতকের লাশগুলো দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।

তবে পরিচ্ছন্নতা কর্মীদের দাবি উদ্ধারকৃত নবজাতকের সংখ্যা ২৫টি। প্রতিটি নবজাতকের বয়স এক থেকে পাঁচ দিনের মধ্যে হবে বলে ধারণা তাদের।

মোদাচ্ছের কবির বলেন, অনেক মায়ের ইনকমপ্লিট বাচ্চা জন্মায়। যা অনেক সময় পরিবারের লোকেরা নিয়ে যায়। আবার অনেকে ফেলে যায়। যে বাচ্চাগুলো রেখে যাওয়া হয় সেগুলো দিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নেয়া হয়। পরে তা কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে মাটি চাপা দেয়া হয়।

হাসপাতালের কর্মকর্তা বলেন, কেন বাচ্চাগুলো মাটিচাপা না দিয়ে ডাস্টবিনে ফেলা হলো সে বিষয়টি আমার জানা নেই। তবে মৃতদেহগুলো কর্তৃপক্ষের নির্দেশে ওই স্থানেই মাটিচাপা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

২২ নবজাতকের লাশ পাওয়ার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ওসি। কর্তৃপক্ষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ